সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কুষ্টিয়া শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের দাবি কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মিন্টু কারাগারে ভূমিদস্যুরাই এখন বিচারহীন অপরাধী দুই এএসআই হত্যা: আসামি ধরতে গিয়ে ফের পুলিশের ওপর হামলা কুষ্টিয়ায় নিজের গলাই ছুরি চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও মেয়ের মৃত্যু চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে যাচ্ছে ফায়ার ফাইটার মেহেদী আজাদ ডুবুরি না হয়েও জিবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু কুষ্টিয়ার ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর থানায় সেই আগুন সন্ত্রাসী জঙ্গী আশিকুজ্জামান বিন আখের আটক

Reporter Name / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:-

প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিচারপতি, আইজিপিসহ রাষ্ট্র ও সরকার বিরোধী ফেসবুকে অসংখ্য উস্কানীমূলক পোস্ট দেওয়া সেই কুখ্যাত ব্যক্তি আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন গতকাল কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর ইউনিয়ন পরিষদে জঙ্গি হামলার সময় স্থানীয় জন গনের সহযোগিতায় দৌলতপুর থানায় আটক হয়। শাপলা চত্বরে ও বায়তুল মোকাররমের সামনে জঙ্গী হামলাকারী এই সেই কুখ্যাত ব্যক্তি আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন। দৌলতপুরে হেফাজতের আশিকুজ্জামান সুমনের ফেসবুকে রাষ্ট্রবিরোধী উস্কানীমূলক পোষ্ট— আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন তার নিজ ফেসবুক আইডিতে দীর্ঘদিন ধরে একের পর এক রাষ্ট্র বিরোধী, সরকার
বিরোধী , প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিচার বিভাগ, পুলিশের আইজি’র বিরুদ্ধে অশালিন ভাষায় আপত্তিকর এবং উষ্কানিমূলক স্ট্যাটাস দিয়ে
উত্তেজনাকর পরিস্থিতি তৈরী করেছে। এলাকায় হেফাজত সুমন নামেই তার পরিচিতি। ওসমা বিন লাদেনের আদলে নিজের নাম রেখেছেন আশিকু জ্জামান বিন আখের। হেফাজতের পক্ষ নিয়ে একের পর এক রাষ্ট্র ও সরকার বিরোধী ষ্ট্যাটাস দিয়েছে
তার ফেসবুকে। ২৯ অক্টোবর ২০২২ আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন তার ফেসবুক আইডিতে
লিখেছে : ‘মিতব্যয়ী জীবনযাপন করি নয়তো হাসিনার ছলনায় সব ছারখার হয়ে যাবে ….।’৩০ অক্টোবর ২০২২ লিখেছে : ‘… দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষী সরকারের পতন ঘটাতে হবে…।’ ১ নভেম্বর ২০২২ তার ফেসবুক আইডিতে আইজিপির ছবি দিয়ে লিখেছে : ‘হেফাজতে ইসলামের ২০১৩ সালের ৫ই মের
হত্যাকারীদের গোমর ফাস। তুরা রেডি হয়ে থাক আগামী নির্বাচনের পরে তোদের খেলা দেখবো।’
৩১ অক্টোবর ২০২২ ফেসবুক আইডিতে হানিফ এমপির ছবি দিয়ে লিখেছে : ‘এরা কথায় কথায় পাকিস্তান পাকিস্তান বলে চিল্লাই কেন?! বিএনপি দেশের বৈধ নাগরিকদের নিয়ে জনস্বার্থে আন্দোলন করলে যদি পাকিস্তান যাবার কথা বলো তবে বিনা ভোটে সরকারের সকল কর্মীদের তাহারা কোথায় যেতে বলবে দয়া করে জানা দরকার!’ ১ নভেম্বর ২০২২ লিখেছে ফেসবুক আইডিতে মানজমিন পত্রিকার ছবি দিয়ে লিখেছে : হেফাজতে ইসলামের মাজলুম নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের সরকার ২০১৩ সালের ৫মে যেই হত্যাযজ্ঞ চালিয়েছিলো তার ফল
এই বাংলাদেশের জনগনই দেবে। ৭ ডিসেম্বর ২০২২ ফেসবুক আইডিতে লিখেছে : হেফাজত ইসলামের নিরিহ আলেমদের নিয়ে যেই কটুকথা বলেছেন দয়া করে ভোজে আওয়ামীলীগের পতন হলে দেশ ছেড়ে পালাবেন না। হেফাজতেদর ৫ই মের ট্রাজেডি ও পিলখানাই কশাই দের এই সরকারের গঠিত ট্রাইবুন্যালের মাধ্যমেই হবে…’ সাথে থাকবে গুম, খুন, হত্যা, রাহাজানী, যেনা, ব্যাভিচার, ধর্ষন, অপহরণ, বাজেদের নামে লুটপাট করা, অর্থপাচার, রিজার্ভের টাকার হিসাব, ত্রানের মাল চুরি, নিয়োগের নামে বানিজ্য করা, মিথ্যা মামলা দেওয়া, আলেম
সমাজের মাঝে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়া সহ অসংখ্য মাজলুম নেতাকর্মীদের বিচার হবেই এই বাংলাদেশের আদালতে ….। ২৮ ডিসেম্বর ২০২২ ফেসবুক আইডিতে লিখেছে : মদিনার সনদে দেশ চালাবো বলা হাসিনা তুমার লোচ্চা কর্মকর্তাদের
হিজাব, বোর্খা, দাড়ি, টুপি ও জুব্বা নিয়ে এত চুলকানি কেন…. পরিণতি হবে হিতে বিপরিত …। একই দিয়ে লিখেছে হাসিনা সরকারের রাক্ষুসে চোখ পড়েছে সকল
ব্যাংকের গ্রাহকদের একাউন্টে ….। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে লিখেছে : বাংলাদেশের সম্মান নষ্টের গোড়ায় বর্তমানে এই সৈরাচারী আওয়ামীলীগ সরকার। উন্নয়নের ঠেলায় আবার খেতে হবে ভুট্টার রুটি। একই দিনে লিখেছে…. হারামখোর হাসিনামার্কা প্রশাসন ও বিচার বিভাগ কেন আলেমদের মুক্তি দিচ্ছে
না? তাহারা কি ফেরাউন ও নমরুদের থেকেও শক্তিশালী?!…..। ২২ জানুয়ারি ২০২৩ ফেসবুক আইডিতে শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে লিখেছে : তোর মিথ্যাচারে শয়তানও লজ্জিত। দাদাদের থেকে ডিগ্রী নিয়েছিস তুই। তুই তো দাদা বাবুদের থেকেউ বড় মিথ্যাবাদির ইবলিস। এমন অসংখ্য উষ্কানিমূলক ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে দাঙ্গা হাঙ্গামা এবং সরকার ও রাষ্ট্রী বিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে কে এই আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন?আসামি
আশিকুজ্জামান বিন আখের ওরফে সুমন, পিতা- আখের আলী, গ্রামঃ মাদাপুর, প্রাগপুর ইউনিয়ন,
উপজেলা -দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর