ডন নিউজ
কুষ্টিয়ার কুমারখালীর ৬০ বছরের বৃদ্ধ কেসমত আলীর সাথে ২০ বছরের তরুনী আয়েশা খাতুনের প্রেম ভালোবাসা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় কেসমত আলী ২০২০ সাল থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং সে প্রেম রুপ নেয় প্রণয়ে। তবে দুই বছরের মধ্যে প্রেমের আবেগ কেটে যায়। বন্ধ করে দেয় বৃদ্ধ প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ। ফলে বৃদ্ধ প্রেমিক তাদের প্রেমের কথা প্রকাশ করে দেয় এলাকাবাসীর কাছে। এতে বিপাকে পড়ে তরুনী। প্রেমিক বৃদ্ধের নামে থানায় অভিযোগ ও দিয়েছে তরুনী। প্রেমিকা আয়েশা বলে কিসমতকে আমি আবেগে ভালবেসে ছিলাম। এখন নিজের ভুল বুঝতে পারছি। তাই তার সাথে ব্রেকাপ করার চেষ্টা করছি কিন্তু কেসমত তাকে থ্রেড দিচ্ছে। অপর দিকে প্রেমিক কেসমত আলী বলে আমি ওই মেয়েকে চিনি না। একবার টাকা দিয়েছিলাম তাই হয়তো এইসব বলে বেড়াচ্ছে। প্রেমিক কেসমত আরো বলেন আমি ওই মেয়েকে দেওয়া ১ লাখ ৩ হাজার টাকা ফেরত চাই এবং এটার বিচার চাই। তাদের এই প্রেম ভালোবাসা নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।