ডন ডেস্ক:-
শুক্রবার (৫ মে ২০২৩) সকাল ১১ টায় নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং বিভাগীয় কমিশনার খুলনা মো. জিল্লুর রহমান চৌধুরী কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান। পুলিশ সুপার কুষ্টিয়া মো. খাইরুল আলম এ সময় মন্ত্রিপরিষদ সচিব ও বিভাগীয় কমিশনার, খুলনা দ্বয়কে ফুলেল শুভেচছা জানান। অত:পর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল মন্ত্রিপরিষদ সচিবকে যথাযথ মর্যাদায় সালামী প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মো. খাইরুল আলম তাদের সাথে কুশল বিনিময় করেন। পুলিশ সুপার এ সময় মন্ত্রিপরিষদ সচিব ও বিভাগীয় কমিশনারকে কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা বিষয়ে ধারণা দেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন দুপুর সাড়ে ১২ টায় ২৬ নং জগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগতি খাদ্য গুদাম, কুষ্টিয়ার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি জগতি খাদ্য গুদাম এর সামনে একটি আমলকি চারা রোপণ করেন। তিনি একইদিন বিকাল সাড়ে ৩ টায় ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। এ সময় স্কুলের শিক্ষক – শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে
স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি স্কুলের শিক্ষক – শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন। পরবর্তীকালে একই দিন জেলা প্রশাসক কুষ্টিয়া মো. সাইদুল ইসলাম রাত সাড়ে ৮ টায় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করেন। কুষ্টিয়া জেলা শিল্পকলা, লালন একাডেমি ও অন্যান্য শিল্পীবৃন্দ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী শাহজাহান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, (উপসচিব), মো. সাজজাদুল হাসান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মো. আরিফ- উজ-জামান, উপপরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ, কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক – শিক্ষিকাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।