কুষ্টিয়া (স্টাফ রিপোর্টার)
কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)তে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। সকালে ডিসিকোর্ট চত্ত্বরে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিক পিনু-খোকন কনফারেন্স রুমে বিভিন্ন সংবাদপত্রের হকার, গণমাধ্যমের অফিস স্টাফ, কম্পিউটার অপারেটর, অস্বচ্ছল সংবাদকর্মীসহ ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন প্রেসক্লাবের পৃষ্ঠপোষক, জেলা প্রশাসক মোঃ এহেতাশাম রেজা। এসময় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান, মিলন খন্দকার, এফসি রিপন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার সম্পাদক চাঁদ আলী, দৈনিক লালনভূমি সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সুমন মাহমুদ, সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদুল হক বাদল, জালাল উদ্দীন খোন, টিভি ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি আশিকুজ্জামান শারফু, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ায় শৈত প্রবাহের কারনে শীত জেঁকে বসেছে। জেলা প্রশাসক নিজে এই কম্বল প্রদান করেন এবং সমাজের সামর্থবানদের কম্বল বিতরণে এগিয়ে আসার আহবান জানান।