ডন ডেস্ক:-
কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক সাবেক ইউপি সদস্য জড়িয়ে পড়ছেন নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে। এক সময়ে সেবা করার প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই এলাকায় হয়ে উঠেছিলেন মূর্তিমান আতঙ্ক । টাকা নিয়ে সালিশ করে জোরপূর্বক জমি দখল, মারামারির পরামর্শসহ বিভিন্ন প্রকল্পে ভয়াবহ অনিয়মে জড়িয়ে পড়ছিলেন। এলাকায় কায়েম করেছিলেন সালিশি রাম-রাজত্ব। অনুসন্ধান করে জানা যায়,পান্টি ইউনিয়ন পরিষদের এক সাবেক ইউপি সদস্য তাইজাল বিশ্বাসের বিরুদ্ধে নানা রকমের টাকা খেয়ে সালিশ করে জোরপূর্বক জমিদখল, জোর পূর্বক পুকুরের মাছ মারা, মারামারি করার পরামর্শদাতা সহ অনিয়ম ও অভিযোগ পাওয়া গিয়েছে। গত চেয়ারম্যান নির্বাচনের সময় ঐ ইউপি সদস্য বিপুলসংখ্যক ভোটে পরাজিত হয়। পরাজিত হওয়ার পরেও এলাকায় অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে ও তৈরি করে ১০ থেকে ১৫ জন নিয়ে গুন্ডাবাহিনী। ঐ ইউপি সদস্যের নামে মারামারির একাধিক মামলাসহ বেশ কয়েকটি মামলা এবং তৈরি করা গুন্ডাবাহিনীর বেশ কয়েক জনের নামে মারামারির বিভিন্ন মামলাও চলমান রয়েছে। বর্তমানে ঐ ইউপি সদস্য পরাজিত হওয়ার পর আবারও সেবা করার প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশায় সেবা করার নামে এলাকায় হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। এলাকার নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সালিশ করা, জোরপূর্বক জমি দখল করে দেওয়া, টাকা নিয়ে মারামরি করে দেওয়া ও অন্যায়ের পক্ষ নিয়ে বিভিন্ন রকম ভাবে অনিয়ম করে সালিশ করে যাচ্ছে। এলাকা বাসীরা জানান,বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা খেয়ে মারামারি,জমি-দখলসহ নানা ধরনের অন্যায়ের পক্ষ নিয়ে অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও ঐ ইউপি সদস্য তার ওয়ার্ড এলাকায় বিভিন্ন রকমের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকা লোকজনের সাথে উঠাবসাসহ সাধারণ মানুষের তার গুন্ডাবাহিনী দিয়ে হুমকি, মারধর করে বেড়ান। আমরা এলাকাবাসী এই অপরাধের প্রতিবাদ করে বিভিন্ন ভাবে তার গুন্ডাবাহিনী দিয়ে হুমকি ও মারপিটের মতো ঘটনা ঘটে। সাবেক এই ইউপি সদস্য এ যেন এক রাম- রাজত্ব পেয়েছে। এই সাবেক ইউপি সদস্যের অত্যাচারে পান্টি ৫নং ওয়ার্ডের এলাকাবাসী নির্যাতিত ও নিপীড়িত। একজন ইউপি সদস্য যদি এই রকম ভাবে অন্যায়ের পক্ষ নেয় তাহলে আমরা কোন দেশে বাস করছি কি?একজন ইউপি সদস্যের কাজ কি?