রফিক কুষ্টিয়া:-
আজ ১৪ই ডিসেম্বর শনিবার বিকেলে কুষ্টিয়া জেলার শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের লক্ষ্যে পরিদর্শন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া । এই সময় তাকে অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. নওয়াব আলী এবং শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।পরে তিনি কলেজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন নোবেল জয়ী কবি। তাঁর নামে নামকরণ করা হয়েছে এই শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ। অথচ এতদিন ধরে কেন সরকারি করন করা হয় নাই তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন ফ্যাসিস্ট সরকার তার বিভিন্ন আত্মীয় পরিবারবর্গের নামে কলেজ স্থাপন করলেও বিভিন্ন মনীষী ও বিশেষ ব্যাক্তিদের নামের কলেজ গুলো অবহেলিত করে রেখেছেন। তিনি আরো বলেন এই কলেজটি সরকারি করনের জন্য ১৫৩ নম্বর সিরিয়ালে থাকা সত্ত্বেও কলেজকে সরকারি করন করা হয় নাই। তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমি এই রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ অতি দ্রুত সরকারি করন করার জন্য যা যা প্রয়োজন আমি সেই ব্যবস্থা নেব অবিলম্বে ইনশাআল্লাহ। এই সময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিম, শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. নওয়াব আলী,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন ,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মো. আইনুদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা হামিদুর রহমান বকুল,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. সাদ আহমেদ, মো. কামরুজ্জামান লেবু, মো. গোলাপ আলী, মো. সিরাজুল ইসলাম সিরাজ, মো. হারুন অর রশিদ, মোছাঃ তাহমিনা খাতুন ও বিভিন্ন শিক্ষক ও কর্মচারী প্রমুখ।