ডন ডেস্ক:-
কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২৪ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় রাত ০০.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কুষ্টিয়া হইতে মিরপুর গামী মহা সড়কের নওপাড়া বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তা উপর” একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল ১৪০ বোতল। যাহার অনুমান (১৪০X১০০০)= ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা, মোবাইল ফোন-০৩টি, সীমকার্ড-০৬টি, নগদ-১১৫০/- টাকা ও মিনি পিকআপ-০১টি, ট্রেক্স টোকেন-০১ কপি, ফিটনেস সনদপত্র-০১ কপি ও রেজিঃ সনদপত্র-০১ কপি সহ ০২ জন আসামী পিকআপ এর ড্রাইভার ১। মোঃ ফয়সাল ইসলাম (২০), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-দৌলতপুর গোরস্থান পাড়া, ২। পিকআপ এর হেলপার মোঃ বাঁধন (২০), পিতা-মোঃ আহম্মদ হোসেন খান, সাং-দৌলতপুর খান পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।