ডন ডেস্ক:-
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার সময় চাচাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে অাসামীদের হাতে থাকা ধারাল অস্ত্রের অাঘাতে ভাতিজা মিরাজ (৩৮) গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। অাহত মিরাজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন জুনিয়াদহে তার ক্রয়কৃত নিজ নামীয় জমিতে পাট চাষ করতে গেলে গতকাল সোমবার বিকাল অানুমানিক ৪ টার দিকে অাসামী ১) কাদের বিশ্বাস, ২) রাজিব বিশ্বাস, ৩) হালিম সরদার, ৪) শামিম হোসেন ও ৫) শিশির মন্ডল গং একযোগে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে চাষাবাদে বাঁধা দেয়। এসময় বাদীর সাথে অাসামীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে অাসামীরা ঐ স্থান থেকে চলে অাসে এবং কিছু সময়ের মধ্যে শক্তি সঞ্চয় করে মুখোশধারী অজ্ঞাতনামা অারো ১৫/২০ জন সন্ত্রাসীকে নিয়ে নহির মোড়ের পূর্ব প্রান্তে দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে বাদী মোশাররফ এর উপর চড়াও হয়। এসময় বাদীর ভাতিজা মিরাজ ঠেকাতে গেলে অাসামী রাজিব বিশ্বাস এর হাতে থাকা রামদা দিয়ে মিরাজের বাম হাতে কোপ মারে। এতে মজিদ রক্তাক্ত কাটা জখম হয়। বাদীর অারেক ভাতিজা রফেজকেও অাসামীরা তাদের বহনকৃত অস্ত্রের এলোপাতাড়ি অাঘাতে জখম করে। এঘটনায় বাদী নিজেও অাহত হন। অাসামীরা ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী অাহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় মোশাররফ হোসেন বাদী হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ঘটনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।