নিজস্ব প্রতিবেদক
মিরপুর উপজেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মিরপুর পৌরসভার জননন্দিত মেয়র হাজী এনামুল হক।বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন,উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ,কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান শুভ, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন মাহমুদ। সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি হাসানুর খান তাপস। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান। বিভিন্ন অনলাইনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।