সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কুষ্টিয়া শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের দাবি কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মিন্টু কারাগারে ভূমিদস্যুরাই এখন বিচারহীন অপরাধী দুই এএসআই হত্যা: আসামি ধরতে গিয়ে ফের পুলিশের ওপর হামলা কুষ্টিয়ায় নিজের গলাই ছুরি চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও মেয়ের মৃত্যু চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে যাচ্ছে ফায়ার ফাইটার মেহেদী আজাদ ডুবুরি না হয়েও জিবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু কুষ্টিয়ার ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

যবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ

Reporter Name / ৬৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১, ৫:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি, বিশ্বসেরা টপ ২% গবেষক হিসেবে নির্বাচিত মিথ্যাচার, অস্তিত্বহীন কর্মচারীর বেতন উত্তোলন, নিয়ম বহির্ভূতভাবে গবেষণা ভাতা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি প্রদান ও এক বিভাগ থেকে আরেক বিভাগে স্থানান্তর, শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রদানে অনিয়মতান্ত্রিকতা ও স্বেচ্ছাচারিতা, রিজেন্ট বোর্ডে পাশকৃত ১৯/০৪/২০১৪ খ্রি ঃ তারিখে ২৩/২৯ তম সিদ্ধান্ত অমান্য করে শিক্ষকদের বঞ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি, ধারা ৩৭ (২), (৮) অমান্য করে বিভিন্ন বিভাগের প্লানিং কমিটি গঠন, ডিপিপি উল্লেখিত ভবনের মনগড়া ব্যবহার, আপন বোন ও দুঃসম্পর্কের শালিকা সহ-উপাচার্য বেনামে নিজেই ঠিকাদারি করেন বলে অভিযোগ তুলেছেন যবিপ্রবি`র শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ । তথ্যমতে, গত ২০১৭ সালের ২০ মে যোগদান করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বর্তমান উপাচার্য (ভিসি) প্রফেসর ডঃ মোঃ আনোয়ার হোসেন । আগামী ১৯ মে তাঁর মেয়াদ শেষ হচ্ছে । কিন্তু তিনি যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে।
যবিপ্রবি/শিস/২০২১/ কার্যনির্বাহীসভা-০৮/০৪ স্মারকে সোমবার (১৫ মার্চ) যবিপ্রবি`র শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১১ জনের মধ্যে ১০ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ও মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর জমা প্রদান করেছেন । এ প্রসঙ্গে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ আনোয়ার হোসেনের সীমাহীন দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আবেদন জমা প্রদান করা হয়েছে । প্রেরিত আবেদন আরেকটি করে কপি সংযুক্তি প্রমাণাদিসহ এ প্রতিবেদক বরাবরও প্রেরণ করা হয়েছে । এ আবেদনে উল্লেখ করা হয়েছে । যবিপ্রবির উপাচার্যের দপ্তর কর্তৃক অস্তিত্বহীন কর্মচারী বেতন উত্তোলন । তথ্যানুসন্ধানে দেখা গেছে কর্মচারী সমিতি কর্তৃক প্রকাশিত একটি তালিকায় বিভিন্ন দপ্তরে বিভাগের বিভিন্ন পদে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত কর্মচারীরা ৩২ জন । এর মধ্যে উপচার্জের বাংলোতে অফিস সহায়ক পদে কামরুল জামান, সহকারি কুক পদে পারভীন এবং মালি পদে মোঃ মামুন হোসেন কর্মরত আছেন । কিন্তু 2020 সালের ডিসেম্বর মাসের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের হাজিরা ও বিলে মোসাঃ রাজিয়া বেগম নামে একজন ব্যক্তির নাম ও স্বাক্ষর ব্যবহার করে বেতন উত্তোলন করা হয় । দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের তালিকা অনুযায়ী অন্য আরেকটি চিঠিতে দেখা যায় রিজিয়া বেগম নামে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই । উপাচার্যের একান্ত সচিব (পিএস) মামুন বিল্লাহ`র স্বাক্ষর ২০২০ সালের ডিসেম্বর মাসের বেতন বাবদ রিজিয়া বেগম নামক ব্যাক্তির বেতনের সমপরিমাণ অর্থ ২০২১ সালের ৩ জানুয়ারি উত্তোলন করা হয়েছে । তাহলে কে এই রিজিয়া বেগম আর কেন উপাচার্যের একান্ত সচিব এই অর্থ উত্তোলন করেছেন ? এছাড়া, ঢাকায় উপাচার্যের পরিবারের সদস্যদের বসবাসের জন্য বাড়ি ভাড়া বাবদ নিয়ম বহির্ভূতভাবে যবিপ্রবি থেকে প্রতি মাসে ৬০ হাজার টাকা গ্রহণ করেন । সরকারি বিধিমালা লঙ্ঘন করে উপাচার্য ক্যাম্পাসে অবস্থানকালীন দিন প্রতি ১ শ ২৫ টাকা ভাড়া দিয়ে উপাচার্যের জন্য নির্ধারিত বাংলাে সম্পূর্ণ ব্যবহার করেন এবং বাংলাের সকল সুযোগ-সুবিধা ভোগ করেন । কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থানানুযায়ী ভাড়াটা সামঞ্জস্যপূর্ণ না বলে অভিমত দেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ।৩০/০৬/২০১৪ খ্রিঃ তারিখে উপাচার্যের বাংলোর নির্মাণ কাজ ১০০% সমাপ্ত হয়েছে বলে নিশ্চিতকরণ হয় । অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. দীপু মনির উপস্থিতিতে গত বছরের ১৪ নভেম্বর যবিপ্রবির ”শেখ রাসেল জিমনেসিয়াম” উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি’র উচ্চমানের গবেষকদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক (যিনি বিশ্বসেরা টপ ২% গবেষক হিসেবে নির্বাচিত) অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেনের নামের সাথে যবিপ্রবির উপাচার্যের নামের মিল থাকায় নিজেকে সেরা গবেষক (টপ ২% গবেষক) হিসাবে মিথ্যাচার করে শিক্ষক সমিতির নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন । অভিযোগে আরও বলা হয়েছে, উপাচার্যের তদারকিতে ব্যর্থতায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ”শেখ রাসেল জিমনেসিয়াম” ভবন উদ্বোধনের ২ মাসের মাথায় ফাটল দেখা দেয় । এছাড়া, তিনি উপাচার্য হিসেবে যবিপ্রবিতে যোগদান করার পর থেকে নিয়ম বহির্ভূতভাবে গবেষণা ভাতা হিসেবে মাসিক ৩ হাজার টাকা গ্রহণ করেন অথচ বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা গবেষকদের মধ্যে থাকা সত্ত্বেও শিক্ষক ডঃ ইমরান খান, ডঃ জাবেদ হোসেন খান ও ডঃ আমিনুল ইসলামসহ অন্যান্য সকল শিক্ষকদেরকে মাসিক গবেষণা ভাতা হিসেবে মাত্র ১ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।
শিক্ষক সমিতির দাবি অনুযায়ী, উপাচার্যের নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটের দাবিকৃত ১৭ লাখ টাকা দিতে না পারায় মুনজুরুর রহমান নামে এক যুবকের ব্যক্তিগত সহকারী (পিএ) পদে চাকরি হলেও যোগদান করতে পারেননি, যা যবিপ্রবি উপাচার্যের নিয়োগ বাণিজ্যের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে । অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অমান্য করে পিএইচডি ডিগ্রী বিহীন ৩৫ বছরের অধিক বয়সে ফিরোজ কবির নামের এক ব্যক্তিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়োগ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর