ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার করেছে । দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে দেড় বছরের শিশু আরাফাত ইসলাম নিখোঁজ ছিল। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পরিবারের লোকজন পায়নি।
সোমবার প্রতিবেশী ছপের মালের রান্নাঘরের চুলা খুঁড়ে এলাকার একটি কুকুর বস্তাবন্দি মরদেহের কিছু অংশ বের করে। এ সময় রান্নাঘর থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। তাদের দেখে ছপের মালের স্ত্রী কোহিনুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশকে খবর দেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন নিউজবাংলাকে জানান, পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।