ডন ডেস্ক:-
র্যাব-১২,সিপিসি-১,কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬/02/২০২২ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোডস্থ লাভলী টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ লিটার চোলাইমদ, যাহার আনুমানিক মূল্য-১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা, মোবাইল ফোন-০২টি, সিম-০২টি এবং নগদ ৬১০/- (ছয়শত দশ) টাকা সহ ০২ জন আসামী ১। মো. আরিফুল ইসলাম (৩৬), পিতা-মোঃ বাদশা, সাং-পশ্চিম মজমপুর এবং ২। নরেশ চন্দ্র রায় (৬৭), পিতা-মৃত রাখাল চন্দ্র রায়, সাং-দেশালিপাড়া উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।